বেলা ফুরাবার আগে - Bela Furabar Age Arif Azad PDF Download

বেলা ফুরাবার আগে - Bela Furabar Age Arif Azad PDF Download

Bela Furabar Age PDF
জীবন হলো সময়ের সমষ্টি। কোন জিনিস হারিয়ে গেলে আমরা 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' পাঠ করি। আমাদের জীবন থেকে প্রতিদিন একটি করে মূল্যবান দিন হারিয়ে যাচ্ছে। এর জন্য কি কখনও আমরা ইন্না-লিল্লাহি পড়েছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একশত বার তাওবা করতেন। আমরা প্রতিদিন কতবার তাওবা করি? অথবা প্রতি সপ্তাহে? অথবা প্রতি মাসে?

সময় থাকতে ঈমান না আনায় নবীজির প্রিয়তম চাচা আবু তালিবের স্থান হবে জাহান্নামে। এমনকি তার জন্য নবীজির দোয়া করার অনুমতিটুকু দেওয়া হয়নি। তাহলে ভাবুন তো বেলা ফুরাবার আগে আমরা যদি অনুতপ্ত না হই, নিজেদের শুধরে না নেই, তাহলে আমাদের স্থান কোথায় হবে? সময় থাকতে যারা জীবনে আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসেনি, জাহিলিয়াতের উপর অটল থেকেছে, জাহান্নামে তারা বারংবার আফসোস করতে থাকবে।

যারা দুনিয়ায় বসে নিজেদের আখিরাতকে ধ্বংস করে ফেলবে, তারা মৃত্যুর পর বলবে, হায়, আমরা যদি মাটি হয়ে যেতাম। দুনিয়ার জীবন নিয়ে মৌজ-মাস্তিতে ব্যস্ত আছি আমরা। ভাবছি যৌবন তো উপভোগের সময়। এখন যদি উপভোগ না করি তাহলে কখন করব। অথচ আমরা ভুলে যাই মৃত্যু যৌবন বুঝে না। বুঝে না বৃদ্ধাবস্থা কিংবা শৈশব। আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ না করেই যদি আখিরাতে পাড়ি জমাতে হয়, তাহলে সেদিন আমরা আফসোস করে বলবো, হায়, আখিরাতের জন্য যদি কিছু সংগ্রহ করতাম।

নিজেদের পাপে ভরা আমলনামা দেখে সেদিন ভয়ে চমকে উঠবো। কারণ এ যে আমার পাপের খতিয়ান। জীবনের সকল মুহূর্ত সকল কৃতকর্ম এতে লিপিবদ্ধ। সেই আমলনামা দেখে আমি বলবো, হায়, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হত।

কেউ যদি বলে, সে কারো দাসত্ব করে না, তার কোনো প্রভু নেই, কোন নিয়ন্ত্রন নেই, তাহলে সে মিথ্যা বলছে। প্রতিটি মানুষই কারও না কারও দাস। হয়তো সে তার রবের দাসত্ব করছে নতুবা তার নিজের প্রবৃত্তির দাসত্ব করছে। এজন্য ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, হে আদম সন্তান তুমি যদি আখেরাতের বিনিময় দুনিয়াকে বিক্রি করো তাহলে তুমি নিশ্চিত থাকো, তুমি দুনিয়া ও আখেরাত উভয়টি লাভ করবে। আর যদি তুমি আখেরাতের বিনিময় দুনিয়াকে ক্রয় করো তাহলে উভয়টি হারাবে।

Bela Furabar Age By Arif Azad Index

+ শুরুর আগে
+ মন খারাপের দিনে
+ আমার এত দুঃখ কেন
+ বল সুখ কোথা পাই
+ জীবনে ইঁদুর দৌড় কাহিনী
+ চোখের রোগ
+ আমরা তো স্রেফ বন্ধু কেবল
+ চলে যাওয়া মানে প্রস্থান নয়
+ মেঘের কোলে রোদ হেসেছে
+ বসন্ত এসে গেছে
+ সালাতে আমার মন বসে না
+ যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা
+ মেঘের ওপারে বাড়ি

Bela Furabar Age By Arif Azad PDF Download

  • Book: বেলা ফুরাবার আগে
  • Writer: আরিফ আজাদ
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Category: আত্ম-উন্নয়ন
  • Page: 102
  • Size: 40 MB

Download Now

More PDF
Previous Post Next Post