রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণে নাজাতের একমাত্র পথ। কিন্তু দুঃখজনকভাবে মুসলিম সমাজের অনেক ধার্মিক মুসলমান বিশ্বাসে ও কর্মে সুন্নতের বাইরে রয়েছেন। বিদআতের সর্বগ্রাসী প্রসারতায় সুন্নত আজ মৃতপ্রায়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত জীবনধারা ও রীতিনীতি সমাজে আজ অপরিচিত। অপরদিকে বিদআতই সুন্নত ও দ্বীন বলে পরিচিত।
সমাজের এ অবস্থায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের পরিচয় ও সমাজে প্রচলিত সুন্নত বিরোধী বিভিন্ন রীতি ও পদ্ধতি নিয়ে বইটি লেখা হয়েছে। কোরআনে কারিম, সহিহ হাদিস ও সাহাবাদের কর্ম পদ্ধতির আলোকে আমাদের জীবনের বিভিন্ন ইবাদত-বন্দেগির ক্ষেত্রে প্রকৃত সুন্নাহ পদ্ধতি আলোচনা করা হয়েছে এই বইতে।
বর্তমান সমাজের অনেক আলেম ও বুজুর্গ সমাজে প্রচলিত রীতিকে আঁকড়ে ধরতে আগ্রহী। সুন্নতে নববীর চেয়ে বিদআতে হাসানা তাদের নিকট প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কে খুজে বের করার প্রবণতা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অনেকে সুন্নাত বুঝতে পারলেও সে বিষয়ে কথা বলার আগ্রহ বা সাহস পান না।
এক্ষেত্রে আমার মত ক্ষুদ্র ক্ষমতাহীন ব্যক্তির পক্ষে হয়তো সুন্নতের কথা বলা সম্ভব হতো না যদি আমার শ্রদ্ধেয় শশুর, ফুরফুরার পীর আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহহার সিদ্দিকী আল কুরাইশীর দ্বিধাহীন অনুপ্রেরণা ও বলিষ্ঠ সমর্থন না পেতাম।
Ehyaus Sunan PDF Download
- Book: এহইয়াউস সুনান
- Writer: খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
- Publisher: আধুনিক প্রকাশনী
- Category: আত্ম-উন্নয়ন
- Page: 618
- Size: 17 MB
More PDF