ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় - Freelancing Internet Theke Ay PDF Download

ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় - Freelancing Internet Theke Ay PDF Download

Freelancing Internet Theke Ay PDF
ইন্টারনেট থেকে টাকা রোজগার। কথাটি শুনলে কিছু মানুষ অবিশ্বাস করেন এবং কিছুমানুষ মনে করেন এটি একটি প্রতারণার ব্যবসা।

দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, সেভাবে বাড়ছেনা চাকরির সুযোগ। আবার অনেক সময় দেখা যায় যে, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকের চাকরি মিলে না। তখন তারা ভবিষ্যৎ অন্ধকার ভেবে নেন। নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু এখন চাইলেই ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা যায় সেটা আমরা ভুলে গিয়েছি নয়তো বিশ্বাস করতে রাজি নই। তাই বেকার সমস্যা দূর করার জন্য এবং যারা নিজেকে বেকার না রেখে প্রতিষ্ঠিত করতে চায় তাদের আশার আলো দেখানোর জন্য বইটি সাহায্য করবে।

এই বইটিতে আলোচনা করা হয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর বিষয়। যেটি করে মানুষ এখন লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে। কিন্তু অনেকের আগ্রহ আছে, যারা একটু গাইডলাইন এর জন্য পিছিয়ে পড়েন। ফলে তাদের আগ্রহ নষ্ট হয়। আর সেই আগ্রহকে বৃদ্ধি করতে এই বইয়ের গাইডলাইন যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা করি।

এই বইটি পড়ে সকলে জানতে পারবে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি, কিভাবে এই পেশায় আসা যায়, কিভাবে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে হয়, ইত্যাদি।

সুতরাং এ বইটি হয়তো আপনাকে কোন কাজ শেখাবে না। কিন্তু আপনাকে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কাজ শেখা বা ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি করতে হবে, কোথায় কি কাজ শিখতে হবে, ইত্যাদি সম্পর্কে একটি পূর্ণ ধারণা দেবে বলে আশা করছি। আবার কিছু মানুষ দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন কিভাবে অনলাইনে আয় করা যায়। আবার অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটে ইনভেস্ট করেছেন ইনকামের প্রলোভনের ফাঁদে। এভাবে অনেকেই বিশ্বাস হারাচ্ছেন এই ক্যারিয়ারের প্রতি।

বাংলাদেশ বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে রয়েছে 650000 ফ্রিল্যান্সার, যার অধিকাংশই ছাত্র-ছাত্রী। তারা প্রতি বছরে আয় করছেন প্রায় 50 কোটি ডলার।

Freelancing Internet Theke Ay By Freelancer Nasim PDF Download

  • Book: ফ্রিল্যান্সিং: ইন্টারনেট থেকে আয়
  • Writer: ফ্রীল্যান্সার নাসিম
  • Category: ফিন্যান্স
  • Page: 115
  • Size: 26 MB

Download Now

More PDF
Previous Post Next Post