আমাদের শিক্ষাব্যবস্থার অনেক উন্নতি হয়েছে সত্য কিন্তু এখনো তা পুরোপুরি বাস্তবসম্মত ও যুগোপযোগী হয়ে ওঠেনি।
শিক্ষা এবং শিক্ষার্থীদের লক্ষ্য এখনো ভিন্ন অবস্থানে আছে। শিক্ষার্থীদের মূল লক্ষ্য হলো ভালো ফলাফল করা। অপরদিকে শিক্ষার লক্ষ্য হলো কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ, সুস্থ ও সুন্দর মানসিকতাসম্পন্ন আলোকিত নাগরিক তৈরি করা।
নিরস শিক্ষাপোকরণ যেমন শিক্ষার্থীদের উৎসাহে বাধা হয়ে দাঁড়িয়েছে, তেমনি ভালো ফলাফল করার অসুস্থ প্রতিযোগিতাও শিক্ষার্থীদের কে প্রকৃত শিক্ষা হতে বঞ্চিত করছে। আমি স্বপ্ন দেখি, শিক্ষার্থীরা ফলাফলের উদ্বিগ্নতায় না ভুগে নিজ নিজ উদ্ভাবনী শক্তির মাধ্যমে আনন্দের সাথে নিজ নিজ পছন্দের বিষয়ে শিক্ষা অর্জন করবে।
আমরা অনেক সময় বুঝে না বুঝে অনেক কিছু বলে ফেলি, মুখস্ত করে ফেলি। আমরা কিন্তু জানিও না আসলে এই শিক্ষাটা আমাদের কোন কাজে লাগবে, কেন কাজে লাগবে।
আমি স্বপ্নে দেখি এমন এক শিক্ষা ব্যবস্থা, যেখানে সব শিক্ষার্থী কোন কিছু করার আগে জানবে, কেন তারা সেটি পড়ছে। তাদের পরিষ্কার ধারণা চলে আসবে যে, এ বিষয়টি পড়লে তারা এভাবে উপকার পাবে। তাদের মনে প্রশ্ন জাগবে না এসব করে কি হবে, কি লাভ?
একটা সময় ছিল কেউ গোল্ডেন জিপিএ ৫ পেলে আমার খুব ভালো লাগতো। মনে হতো অসাধারণ একটা কাজ করে ফেলেছে ছেলেটি বা মেয়েটি। কিন্তু এখন আর সেই দিন নেই। এখন কেউ গোল্ডেন পেলে আমার মধ্যে হতাশা কাজ করে। মনে হয় রেজাল্টের জন্য শিক্ষার্থীটিকে কতই না ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। বাবা মা নিশ্চয়ই তাকে গন্ডায় গন্ডায় কোচিং প্রাইভেট আর মডেল টেস্টের জ্বালাতন অস্থির করে তুলতো।
Never Stop Learning PDF Download
- Book: নেভার স্টপ লার্নিং
- Writer: আয়মান সাদিক
- Publisher: অধ্যয়ন প্রকাশনী
- Category: মোটিভেশনাল
- Page: 142
- Size: 29 MB
More PDF