হে আমার মেয়ে - He Amar Meye Bangla PDF Download

হে আমার মেয়ে - He Amar Meye Bangla PDF Download

হে আমার মেয়ে - He Amar Meye Bangla PDF Download

উঠতি বয়সী তরুন-তরুনীদের মধ্যে এক প্রকার আবেগ কাজ করে। যে আবেগের উচ্ছ্বাসে দুনিয়াবী জীবনের বাস্তবচিত্র সম্পর্কে সজাগ দৃষ্টি রাখে না। ফলশ্রুতিতে নিজের অজান্তেই আবেগ-উচ্ছ্বাস, অগাধ ভক্তি।

ও বিশ্বাস অনেক মেয়েদের জীবনে নিয়ে আসে বিভীষিকা, যে বিভীষিকার করালগ্রাসে একজন মেয়ে নিজের জীবন বিলিয়ে দেয় আত্নহত্যার মত জঘন্য কাজের মধ্য দিয়ে। সম্ভ্রম নারীর জীবনের চেয়ে মূল্যবান জিনিস। কিন্তু এই সম্ভ্রম অনেক ক্ষেত্রেই রক্ষা হচ্ছে না বর্তমান সভ্যতার নব্য জাহিলিয়্যাতের ধারালো আঘাতে। একজন সন্তানতুল্য মেয়ের প্রতি তাই একজন পিতার উপদেশাবলী নিয়ে “হে আমার মেয়ে।”

কি নিয়ে এই বইঃ
জীবন সায়াহ্নে দাঁড়িয়ে আপন মেয়ের প্রতি একজন বয়োবৃদ্ধ পিতার হৃদয় নিংড়ানো কিছু কথামালা নিয়ে বইটি রচিত। বইয়ে লেখক চিরাচরিত কিছু বাস্তব রুপ তুলে ধরেছেন। বইটিতে লেখক পুরুষদের “নেকড়ে” সম্বোধন করে পৃথিবীর সকল মেয়েজাতিকে বলেছেন, সংশোধনের উপায় একজন মেয়ের নিজের মধ্যে নিহিত। তার হেফাযত অনেকটা নিজের মধ্যে আছে, নরম কন্ঠের মিথ্যা আর ফাকা বুলিতে যেন একটা মেয়ে কোন যুবকের হাতে নিজের সর্বস্ব বিকিয়ে না দেয়। লেখক প্রতিটি মেয়েকে একটি পবিত্র জীবনের সন্ধান দিতে চেয়েছেন বইটিতে।

এছাড়াও বইটিতে সহশিক্ষার খারাপ দিক, জালিম সমাজে মেয়েদের অবস্থান এবং নৈতিক স্খলনের ভয়ংকর থাবা থেকে কিভাবে পরিত্রান পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেছেন।

বইটি কাদের জন্য?
১. একজন মেয়ের জন্য।
২. একজন বোনের জন্য।
৩. একজন স্ত্রীর জন্য।
৪. একজন মায়ের জন্য।
৫. একজন পিতার জন্য।
৬. একজন ভাইয়ের জন্য।
৭. একজন স্বামীর জন্য।
বইটি মূলত মেয়েদের উদ্দেশ্যে লিখিত হলেও যুবকদেরও পড়া উচিত, কেননা প্রতিটি পাতায় সতর্ক করা হয়েছে বাস্তব উন্মোচিত কিছু সত্যের দিকে। যে পদস্খলিত সত্যের অর্ধাংশ সংঘটিত হয় নৈতিকতা বিবর্জিত ও মূল্যবোধহীন যুবকদের দ্বারাই।

লেখক সম্পর্কেঃ
বিংশ শতাব্দীতে যে সকল মনীষী তাদের কলম আর জবানের মাধ্যমে দাওয়াতের ময়দানে বিশাল অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম ড. আলী তানতাবী। তিনি সিরিয়ার একজন প্রখ্যাত আলেম,দামেস্কের ফতোয়া প্রদানের দায়িত্ব তার কাঁধেই অর্পিত ছিল।জার্মানির হাতে ফ্রান্সের পতনের সময় তিনি জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন।তার এ অগ্নিকণ্ঠের ভাষণ সিরিয়ার মানুষকে বেশ উজ্জীবিত করেছিল। মূলত তিনি ছিলেন সত্য প্রকাশে নির্ভীক এক সুপুরুষ।

অভিব্যক্তি ও মন্তব্যঃ
সম্পুর্ন এত দ্রুত পড়েছি যে অন্যকোন বই এভাবে পড়া হয়নি। বইয়ের প্রতিটি কথা, শব্দসুষমা, যথোপযুক্ত সম্বোধন একজন পাঠককে আকৃষ্ট করবে নিঃসন্দেহে। একজন মেয়ের সবচেয়ে বড় সম্পদ তার সম্ভ্রম, কিন্তু আবেগের আতিসহ্যে ছেলেদের ছলনামুলক কথায় ভুলে যায় নিজের অস্তিত্বের কথা, যার সমাজচ্যুত এক নারী হিসেবে সে বেঁচে থাকে অথবা আত্নহত্যা করে। দিনশেষ একপেশে সমাজব্যবস্থা ছেলেটিকে নতুন দ্বীনে ফিরে এসেছে বলে ক্ষমা করলেও মেয়েদের অবস্থা হয় করুণ ও অবহেলিত। বইটি পড়ে অনেক বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সামাজিক অবক্ষয়ের দিকে দৃষ্টিপাত করার সুযোগ হয়েছে, হয়েছে একজন ভাই হিসেবে বোনের জন্য, পিতা হিসেবে মেয়ের জন্য কিছু বাস্তব ও চরম সত্য উন্মোচিত করে সতর্ক হওয়ার জন্য হৃদয় নিংড়ানো উপদেশ দেওয়ার শিক্ষা।

Book Details

  • Book Name: হে আমার মেয়ে
  • Writer: ড. আলী তানতাবী
  • Translator: মাওলানা মুশাহিদ দেওয়ান
  • Publisher: হুদহুদ প্রকাশন
  • Page: 34
  • Size: 8 MB

Download Now

দ্যা রিভার্টস ফিরে আসার গল্প - The Reverts Fire Ashar Golpo PDF Download
Previous Post Next Post