ফেরা - Fera Sihinta Sharifa PDF Download

ফেরা - Fera Sihinta Sharifa PDF Download

Fera PDF
মুসলিম হওয়ার সাত বছর পর এ বইটি লেখা। এখন তিনজন সন্তান নিয়ে আমার সুখী সংসার। আলহামদুলিল্লাহ। আমার বোনও ভাল আছে। বাবাও অনেকটা বদলে গেছেন, ফিরে এসেছেন ইসলামের পথে। মাও যেন ফিরে আসেন, সেই দোয়া করি আমি ও আমার ছেলেরা।

আমি বহুবার আমার আত্মীয় স্বজনকে বলতে চেয়েছি আমি কিভাবে ইসলামে এলাম। বলতে চেয়েছি তোমরা জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করো। আসল প্রভু কে তা নিয়ে ভাবো। যখনই চিন্তা করি আমাকে ছোট থেকে বড় করলেন যারা, ছোট থেকে বড় হলাম যে ভাইবোন গুলোর সাথে, তারা অনন্তকাল আগুনে পুড়বে, আল্লাহর স্থানে যীশুকে বসানোর কারণে, তখন খুব কষ্ট লাগে। অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারিনি।

এই লেখাটি শুধু আমার জীবন বদলে যাবার গল্প নয়। যীশুকে যারা ভালবাসে তাদের কাছে একটি বার্তা। যীশু ক্রুসে মারা যাননি। তিনি আবার ফিরে আসবেন। তিনি পৃথিবীতে যে ধর্মের হয়ে লড়াই করবেন তোমরা সেই ধর্মে ফিরে এসো।

মুসলিম নামধারী মানুষদেরও কিছু কথা বলতে ইচ্ছে করে।থেকে দেখলে যেমন আশীর্বাদ অন্যদিকে থেকে দেখলে পরীক্ষা। আমি অনেক খুঁজে ফিরে ইসলাম পেয়েছি। যারা মুসলিম ঘরে জন্ম গ্রহণ করে সহজেই ইসলাম পেয়েছেন কিন্তু ইসলাম সম্পর্কে জানেন না জানার চেষ্টা করেন না ইসলাম মানে না তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন।.....

কিছু গল্প সত্যি। সত্য ঘটনা গুলো গুছিয়ে বলা হয় তাতে। শহুরে মানুষের কৃত্রিম কল্পনার জগত থেকে বাস্তবে আনা হয়। আসল বাস্তবতা। এই বইটাতে আমরা দুটো গল্প শুনবো। দুই বোনের গল্প। তাদের ফিরে আসার গল্প। সত্য গল্প। আশা করি গল্পদুটো পড়ে আনন্দের পাশাপাশি আমরা কিছু চিন্তার খোরাক পাব।

Fera By Sihinta Sharifa PDF Download

  • Book: ফেরা
  • Writer: সিহিন্তা শরীফা ও নাইলাহ আমাতুল্লাহ
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Page: 121
  • Size: 42 MB

Download Now

More PDF
أحدث أقدم