ছোট্ট লঞ্চ দুলছে। একবার বাদিকে কাত হচ্ছে তো আরেকবার ডান দিকে কাত হচ্ছে। সারেঙের অ্যাসিস্ট্যান্ট হাবলু এসে জানিয়ে গেল, স্যার, লঞ্চ ডুবল বইলা।
সময়ের অপেক্ষা। সবকিছুতেই অপেক্ষা থাকে। ফাসির আসামিয়া অপেক্ষা করে কখন গলায় দড়ি পড়বে। কখন জল্লাদ হ্যাচকা টান দেবে।
আমি এবং তৃষ্ণা বসে আছি কেবিনে। কেবিনের দরজা বন্ধ। আমাদের সামনে কম্পমান মোমবাতি। সেও অপেক্ষায় আছে কখন দমকা বাতাসে নিভবে .....
আমি হুমায়ূন আহমেদ। ১৩ নভেম্বর, ১৯৪৮ সালে নানাবাড়ি মোহনগঞ্জে জন্মগ্রহণ করেছি। পাসপোর্ট এবং সার্টিফিকেটে লেখা ১০ এপ্রিল, ১৯৫০। কেন এই ভুল হয়েছে জানি না।
মা আয়েশা আক্তার। বাবা-মা দুজনই লেখালেখি করতেন। কিছুদিন আগে মায়ের আত্মজৈবনিক একটি বই প্রকাশিত হয়েছে। তিনি মোটামুটি হইচই ফেলে দিয়েছেন। আমার সংসার শাওন এবং পুত্র নিষাদ ও নিনিতকে নিয়ে। গায়িকা শাওন প্রতিরাতে পুত্রদের ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতে চেষ্টা করে। পুত্ররা ঘুমায় না, আমিই ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যেই মনে হয় জীবনটা খারাপ না তো।
Himur Ache Jol By Humayun Ahmed PDF Download
- Book: হিমুর আছে জল
- Writer: হুমায়ূন আহমেদ
- Category: উপন্যাস
- Page: 78
- Size: 4 MB
More PDF