কী করলাম জীবনে? যাদের মনে এই প্রশ্নটি প্রতিনিয়ত উঁকি দেয় তাদের বলছি, কেন করোনি। তোমাদের উত্তর শোনার আগে একটা গল্প বলি। গল্পটা মন দিয়ে শোনো। এক গুরু তার শিষ্যকে হাতে-কলমে উপদেশ দিচ্ছিলেন। গুরু তার সামনে একটি খালি গ্লাস রাখলেন। এরপর গ্লাসটিতে পানি ঢেলে পূর্ণ করলেন।
এরপর শিষ্যের হাতে দিয়ে বললেন, ধরে নাও এটা তোমার জীবন। এরপর গুরু একটি লবণের কৌটা হাতে নিলেন। এরপর বললেন, ধরো, এটি তোমার নেতিবাচকতা, পরাজয়, ব্যর্থতা অর্থাৎ জীবনের সব খারাপ অভিজ্ঞতা ও অনুভূতি। এবার গুরু একটি অদ্ভুত কাজ করলেন। একমুঠো লবণ গ্লাসের পানিতে ঢেলে দিলেন। শিষ্যের তো চক্ষু চড়কগাছ। গুরু শিষ্যকে সেই লবণাক্ত পানি পান করতে নির্দেশ দিলেন। অনুগত শিষ্যটি সেই পানি মুখে দেওয়া মাত্রই না রাখতে পেরে পানিটুকু ফেলে দিল।
এবার খেয়ালী গরু তার শিষ্যকে নিয়ে আশ্রম এর বাইরে বের হলেন। গুরু তার শিষ্যকে নিয়ে নদীর কিনারায় গেলেন। এবার তিনি কৌটার সব লবণ নদীর পানিতে ফেলে দিলেন। নির্দেশ দিলেন পান করো। শিষ্যটি নির্দ্বিধায় পান করলো। কোন সমস্যা হল না।
এরপর গুরুজি স্বর্ণাক্ষরে লিখে রাখার মত একটি মহামূল্যবান উপদেশ দিলেন।স্বর্ণাক্ষরে লেখা সম্ভব না হোক কম্পিউটারে প্রিন্ট করে তোমার দেয়ালে টানিয়ে রাখতে পারো।
Vallage Na By Ayman Sadiq Index
+ ভাল্লাগে নার ইতিকথা
+ কী করলাম জীবনে
+ পারবে না
+ লোকে কি বলবে
+ কপালে নাই
+ আমার কি দোষ
+ এই দেশের কিচ্ছু হবে না
+ সময়ই তো পাই না
+ তুই আমাকে চিনস?
+ ফেসবুকে আমি হিট
+ টেনশন এ আছি
+ টাকা ছাড়া সম্ভব নয়
+ মামা ছাড়া চাকরি নাই
+ ও তো মেধাবী
+ বন্ধুরা সব সাপ
+ ব্যর্থতার সব ফর্মুলা একসাথে
Vallage Na By Ayman Sadiq PDF Download
- Book: ভাল্লাগে না
- Writer: আয়মান সাদিক ও অন্তিক মাহমুদ
- Category: মোটিভেশনাল বই
- Page: 165
- Size: 14 MB
More PDF