হাইজেনবার্গের গল্প - Hijenbarger Golpo Samir Montazid PDF Download

হাইজেনবার্গের গল্প - Hijenbarger Golpo Samir Montazid PDF Download

Hijenbarger Golpo PDF
১৯৩৯ সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আটলান্টিক মহাসাগরের অপর পাশে আমেরিকা তার বিখ্যাত 'ম্যানহাটন প্রজেক্ট' চালু করে যেখানে রবার্ট ওপেনহাইমার এর নেতৃত্বে প্রথম মার্কিন পারমাণবিক বোমা তৈরীর কাজ চলছিল।

যুদ্ধে টিকে থাকতে হলে হিটলারকেও বানাতে হবে জার্মান এটম বোমা। কিন্তু কে বানাবে এই মারণাস্ত্র। হিটলার কড়া নাড়লেন হাইজেনবার্গের দরজায়।

চার বছর ধরে যে নামকরা জার্মান বিজ্ঞানীরা পরমাণুর গঠনের ব্যাখ্যা দিতে দিনরাত এক করে ফেলছিল তারাই এবার শুরু করলেন জার্মান নিউক্লিয়ার রিসার্চ টিম - ইউরেনিয়াম ক্লাব। হাইজেনবার্গ হিটলারের শত্রু থেকে পরিণত হলেন মিত্রে। হিটলার ব্যক্তিগতভাবে হাইজেনবার্গের বৈজ্ঞানিক মতবাদ এর উপর আস্থা রাখতেন। ১৯৪২ সালে জার্মান সরকারের সামনে এক লেকচারে হাইজেনবার্গ বলেন ১৯৪৫ সালের মধ্যে পারমানবিক বোমা তৈরীর জন্য প্রয়োজনীয় অর্থ ও জনবল জার্মানির নেই। পাঁচ দিনের মাথায় হিটলার সেই পারমানবিক বোমা তৈরীর প্রজেক্টে ঢেলে দিলেন কাঁড়ি কাঁড়ি টাকা।

সাগরের ওপারে আমেরিকা তখন হাইজেনবার্গের ভয়ে নির্ঘুম। কে উড়াবে তাদের প্রথম বোমা? হাইজেনবার্গ নাকি ওপেনহাইমার। ১৯৪৪ সালে হাইজেনবার্গ তার গবেষণার অগ্রগতি নিয়ে কথা বলতে গেলেন সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডকে বলা হয় নিউট্রাল ল্যান্ড। অর্থাৎ জার্মানি ও তার প্রতিপক্ষ মার্কিন আমেরিকা উভয় ঢুকতে পারবে সেখানে।

আমেরিকান পরিকল্পনা সংস্থা তখন বেসবল খেলোয়ার মোও বার্গের হাতে একটি পিস্তল ধরিয়ে দিয়ে তাকে গুপ্তচর হিসেবে পাঠিয়ে দেয় হাইজেনবার্গের লেকচারে। তাকে বলা হল যদি হাইজেনবার্গ একবারও বলে যে, জার্মান এটম বোমা তৈরীর খুব কাছাকাছি চলে এসেছে তাহলে তাকে গুলি করে হত্যা করবে।

এই সরকারি আদেশ থেকে কল্পনা করা যায় মার্কিনিরা হাইজেনবার্গের ভয়ে কতটা ভীত ছিল। ভাগ্য ভালো ছিল হাইজেনবার্গের। কারন সত্যিকার অর্থেই হাইজেনবার্গের গবেষণা খুব বেশিদূর এগোতে পারেনি। যার ফলে মোও বার্গ হাইজেনবার্গকে গুলি না করেই চলে এসেছিলেন সেই লেকচার থেকে।


Hijenbarger Golpo By Samir Montazid Index

+ বিজ্ঞান কিভাবে কাজ করে
+ পৃথিবীর প্রথম ভ্যাকসিন
+ পাস্তুরাইজেশন
+ একজন বিজ্ঞানী ও ইসরাইল
+ স্পার্ম তিমির তেলের গল্প
+ নিষ্পাপ ফাঁসির আসামি
+ মশা ও এইচআইভি ভাইরাস
+ ডিম সমাচার
+ যুদ্ধাস্ত্র থেকে মাইক্রোওভেন
+ উটপাখির যত দোষ
+ ভ্রূণের মহাবিশ্ব
+ মহাবিশ্বের বারো মাস

Hijenbarger Golpo By Samir Montazid PDF Download

  • Book: হাইজেনবার্গের গল্প
  • Writer: শামির মোন্তাজিদ
  • Category: বিজ্ঞান
  • Publisher: অধ্যয়ন প্রকাশনী
  • Page: 92
  • Size: 10 MB
Download Now

More PDF
أحدث أقدم