শত শত বছর ধরে বিজ্ঞানীরা একটি বস্তু আবিষ্কারের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। কি সেই বস্তু? সবাই তাকে ডাকতো 'ফিলোসফার্স স্টোন' নামে। যার এক ছোয়ায় লোহা, সীসার মত সস্তা ধাতু স্বর্ণে পরিণত হতো। যেসব বিজ্ঞানীরা এটি তৈরির জন্য চেষ্টা করতেন তাদের বলা হতো আলকেমিস্ট। আমাদের জন্য এটা গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছুই নয়।
একটা বস্তুর ছোঁয়ায় সবকিছু সোনা হয়ে যাবে? কিন্তু আলকেমিস্টরা বিশ্বাস করতেন এমন বস্তুর অস্তিত্ব। আইজাক নিউটন, রবার্ট রোলের মতো বাঘা বাঘা বিজ্ঞানীরা এর পিছনে সময় নষ্ট করেছেন। কিন্তু সেই অমূল্য পাথরের কোন হদিস পাননি। তবে সত্যি বলতে কি এমন বস্তুর অস্তিত্ব আসলেই আছে। এবং তা আমাদের হাতের নাগালে। আমরা চাইলেই পারি সেই পরম আরাধ্য জিনিসটা কে নিজের করে নিতে। কিন্তু আমরা না তাকে গুরুত্ব দেই না তাকে বিশুদ্ধ করার দিকে নজর দেই। সেই জিনিসটা হল নিয়ত।
অনেকের ভ্রু হয়তো বিরক্তিতে কুঁচকে উঠেছে। অনেকে বলছেন এটা আর ওটা এক হয় কি করে। আসলেই তো। এটা আর ওটা কখনো এক নয়। নিয়ত কখনো লোহাকে স্বর্ণে পরিণত করতে পারে না। নিহতের কোনো ক্ষমতা নেই ক্ষণস্থায়ী কোন পদার্থকে অন্য পদার্থে রূপান্তরিত করে। কিন্তু আমাদের নিয়ত এমন কাজ করতে পারে যা কোনো জাদুর পাথরও করতে পারে না। নিয়তই পারে আমাদের সাধারন কাজগুলোকে অসাধারণ করে তুলতে। সামান্য কাজগুলোকে চিরস্থায়ী আমলে পরিনত করতে। জান্নাতের পাথেয় হতে।
খাওয়া-দাওয়া করা, ঘুমানো, মানুষের সাথে মেশা, পড়াশোনা করা, বিশ্রাম নেয়া আমরা এ কাজগুলো প্রতিনিয়ত করি। এর মধ্যে কিছু কাজ করি অর্থের জন্য, কিছু করি বিশ্রামের জন্য, আর কিছু করি নিছক বিনোদনের জন্য। আমাদের করা প্রতিটি কাজই হারিয়ে যাবে তা যতই মূল্যবান হোক না কেন। তবে আমরা প্রতিটি কাজের সাথে যদি ভালো নিয়ত কে যুক্ত করতে পারি তাহলে তা পরিণত হবে চিরস্থায়ী সম্পদে।
মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলতেন, আমি ঘুমাই তারপর ইবাদত করার জন্য রাতে উঠে। আমি আল্লাহর কাছে ঘুমানোর জন্য পুরস্কার আশা করি যেমনটা আশা করি জাগরনের জন্য।
Hariye Jawa Mukto By Sihab Ahmed Index
📕 মনের কথা
📕 সিরিয়ার জন্য
📕 মন ভালো নেই
📕 হালাল খাবারের দোষ না ধরা
📕 গুনাহের পর দুই রাকাত সালাত
📕 আমি জানি না বলতে পারা
📕 দৃষ্টি যখন আকাশে
📕 যিনি আগুনের মধ্যে হাঁটতে চেয়েছিলে
📕 আগে একটু ঠাণ্ডা হতে দিন
📕 যে ঋণ জান্নাতে নিয়ে যায়
📕 যে ভয় তাদের তাড়িয়ে বেরিয়েছে
📕 নিজের হীনতা প্রকাশ করা
📕 দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পড়া
📕 মুসলিম ভাইদের সাথে হাত মেলানোর সময়
📕 ভরপেট খাওয়া?
📕 মাঝরাতের দুঃস্বপ্ন ঠেকাতে
📕 তার ওপর ভরসা করা
📕 কবরস্থানে যাওয়া
📕 ফিতনা থেকে দূরে থাকুন ভালো থাকুন
Hariye Jawa Mukto By Sihab Ahmed PDF Download
- Book: হারিয়ে যাওয়া মুক্তো
- Translator: শিহাব আহমেদ তুহিন
- Writer: ওস্তাদ আলী হাম্মুদার
- Category: আত্মউন্নয়ন
- Page: 159
- Size: 7 MB
More PDF