মুচকি হেসে কাজে নেমে পড়ে ছেলেটা। আরো আধঘণ্টা পরে খটাং করে একটা আওয়াজ হয়। বেরিয়ে আসে স্বর্ণমুদ্রা ভর্তি একটি স্প্যানিশ বাক্স। আরো আছে দামি পাথর লাল-কালো রত্নখচিত মূর্তি। এদেশ ছেড়ে গেছে অভিযাত্রীরা, এখনো মাঝে মাঝে তাদের গন্ধ পাওয়া যায়।
উরিম আর থুরিমকে বের করে সে। পাথর দুটো মাত্র একবার কাজে লেগেছিল। পরে আর দরকার পড়েনি। উরিম আর থুরিমকে বাক্সে ভরে সে। কারণ এটিও একটি গুপ্তধন। এমন এক রাজার কথা মনে করিয়ে দেয় গুপ্তধনটা, যার দেখা আর কখনো পাওয়া যাবে না।
কথা সত্য। যারা সত্যের পিছু ধাওয়া করে জীবন তাদের কোন না কোন ভাবে সহায়তা করে, ভাবে ছেলেটা। এখন তারিখে গিয়ে দশভাগের একভাগ দিয়ে আসতে হবে ভবিষ্যৎ বলা বুড়িটাকে। ওই বেদুইনরা আসলেই খুব বিচিত্র। তারা সব সময় প্রত্যাশা করে অপ্রত্যাশিত ব্যাপার। তার কারণ মরুভূমিতে বাসা ছিল এককালে।
আফ্রিকা থেকে বাতাস শো শো বইছে। তবে কি তার মন ফিরে যেতে চায় ল্যাভেন্ডার। এখন আর এ বাতাস মরুভূমির কথা মনে করিয়ে দেয় না। মনে করিয়ে দেয় না আক্রমণকারীদের কথা। বরং ভেসে আসে পথে চেয়ে থাকা এক নারীর গায়ের সুগন্ধি। সুগন্ধিটাকে সে চেনে। তখন পাওয়া যায় নাম-না-জানা এই আতরের ঘ্রান। আবার হাসিতে উদ্ভাসিত হয় ছেলেটার মুখ। আসছি আমি ফাতেমা, বলে ওঠে ছোলেটা....
কয়েক দশক পরে এমন একটি বই বের হয়ে যা পাঠকের জীবনটাকে বদলে দেয় চিরদিনের জন্য। পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট এমন একটি বই। পৃথিবীব্যাপী ৩০ মিলিয়নের বেশি বিক্রি হয়েছে বইটা। অনূদিত হয়েছে অর্ধশতাধিক ভাষায়। সবচেয়ে বড় কথা বইটি এর মধ্যে পেয়েছে আধুনিক ক্লাসিকের মর্যাদা।
The Alchemist By Paulo Coelho Bangla PDF Download
- Book: দ্য আলকেমিস্ট
- Writer: পাওলো কোয়েলহো
- Translator: মাসুদুজ্জামান খান
- Category: ফিকশন
- Page: 52
- Size: 14 MB
More PDF