আমার নানী কথায় কথায় শ্লোক বলতেন। সেই সব শ্লোকের বেশিরভাগই ছিল আমার কাছে দুর্বোধ্য। আমার সমবয়সী অন্য সব ভাই-বোনেরা যখন তা এড়িয়ে যেতেন, তখন আমি ছিলাম নাছোড়বান্দা। নানি হেসে আমাকে পাশে বসাতেন। তার গালের ভেতর পান গুঁজে দিতে দিতে ব্যাখ্যা করতেন। সেই ব্যাখ্যা করতে গিয়ে বিশাল বিশাল গল্প ফেঁদে ফেলতেন তিনি। সেই সব গল্প আমার ভাবনার জগতকে আলোকিত করতো।
নির্বাসন তেমনই এক গল্প। যে গল্পের প্রণোদনা শৈশবে লোকমুখে শোনা কোনো গল্পই। যেখানে জীবন এক অদ্ভুত খেয়ালি ঘুড়ির নাম। সে কখনো উড়ে যেতে যেতে সুতোর টানে থমকে দাঁড়ায়, ফিরে আসে নাটাইয়ের কাছে। আবার কখনও কখনও সুতা ছিড়ে উড়ে যায় অসীম আকাশে। সেই আকাশ কখনো মেঘ থমথমে বৃষ্টির, আবার কখনো ঝলমলে রোদ্দুরের। নির্বাসন তাই জীবনের অন্য নাম।......
জোহরা কাঁদছে। তার গাল বেয়ে দরদর করে ঝরে পড়ছে অশ্রু। মনসুরের চোখের সামনে ভেসে উঠেছে সেই ঝড় বৃষ্টির রাতটা। তার দৃষ্টি ঘোলাটে হয়ে উঠছে। জোহরা ট্রলারে উঠে গেল। হামিদুর ট্রলার ছেড়ে দিয়েছে। তারা দল ছেড়ে আলাদা হয়ে গিয়েছিল। দ্রুতই তাদের দলের সাথে যুক্ত হয়ে যেতে হবে নবীগঞ্জ থানার উদ্দেশ্যে।
ভোরের আলো ফুটেছে। সেই আলোয় স্পষ্ট হয়ে উঠেছে চারিদিক। অথচ মনসুর তাকিয়ে দেখল সেই একই আলোয় তার চোখের সামনে থেকে ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে জোহরা। সে বিড়বিড় করে ডাকলো, জোহরা। কিন্তু জোহরা সাড়া দিল না। মনসুরের বুকের বাঁ দিকটা হঠাৎ ভারী হয়ে যেতে লাগলো। তার মনে হতে লাগলো বুকের বাঁ দিকে কোথাও় যেন একটা অনাবিষ্কৃত কিন্তু প্রবল অস্তিত্বশীল এক অনুভূতি ক্রমশই জেগে উঠছে। ক্রমশই গ্রাস করছে তাকে। এই অনুভূতি থেকে আর কখনো মুক্তি নেই তার।
Nirbason Sadat Hossain PDF Download
- Book: নির্বাসন
- Writer: সাদাত হোসাইন
- Publisher: অন্যধারা প্রকাশনী
- Category: উপন্যাস
- Page: 199
- Size: 31 MB
More PDF