দ্য স্পিরিট অব ইসলাম বইয়ের গ্রন্থাগার সৈয়দ আমীর আলী জাস্টিস আমির আলীর চেয়ে লেখক হিসেবে অনেক উপরের স্তরের। তিনি ইসলাম ও আইন বিষয়ক অনেক বইয়ের গ্রন্থাগার যেগুলো মুসলিম অমুসলিম সহ সকল জ্ঞানপিপাসু পাঠকদের মনে সাড়া জাগিয়েছে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও নবুয়্যাতের যে রূপরেখা অল্প সময়ের মধ্যে লক্ষ্য লক্ষ্য মানুষের বিবেককে প্রভাবান্বিত করেছিল, তা বিস্তারিতভাবে তুলে ধরেছেন এই বইতে। ধারনা মতে, এই বইটি ইসলামিক সাহিত্যের এক অনন্য গ্রন্থ।
1941 সালের 6 এপ্রিল, হুগলি জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স্যার সৈয়দ আমির আলী। মেধাবী ছাত্র আমির আলী এম.এ উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট এর পদ লাভ করেন।
কিন্তু কিছুকাল পরেই স্পষ্টভাষী, স্বাধীনচেতা আমির আলী চাকরি ছেড়ে দিয়ে আইনের ব্যবসা শুরু করেন। এরপর স্কলারশিপ নিয়ে 1873 সালে বিলেতের ইনার টেম্পল থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টারি পাস করেন। এরপর নিজ দেশে ফিরে এসে হাইকোর্টে আইন ব্যবসায়ে প্রভূত প্রসার জমিয়ে ফেলেন। 1874 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। পরের বছর প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক নির্বাচিত হন।
The Spirit Of Islam Bangla By Syed Ameer Ali PDF
- Book: দ্য স্পিরিট অব ইসলাম
- Writer: স্যার সৈয়দ আমীর আলী
- Translator: খন্দকার মাশহুদ উল হাসান
- Publisher: জ্ঞান বিতরণী
- Category: আত্ম-উন্নয়ন
- Page: 473
- Size: 15 MB
More PDF