প্যারাডক্সিক্যাল সাজিদ - Paradoxical Sajid Arif Azad PDF Download

প্যারাডক্সিক্যাল সাজিদ - Paradoxical Sajid Arif Azad PDF Download

Paradoxical Sajid Arif Azad PDF
সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা। মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লবদা কে আমিও চিনি। এই লোকটার সাথে মাঝে মাঝে আমার দেখা হতো টিএসসি চত্বরে। দেখা হলেই হাসিমুখে তিনি জিজ্ঞেস করতেন, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস?

বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করে রাখত। দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিপ্লবদা কে আমি চিনতাম সাজিদ এর মাধ্যমে। বিপ্লবদা আর সাজিদ একই ডিপার্টমেন্টে পড়ে। বিপ্লবদা সাজিদের চেয়ে দুই ব্যাচ সিনিয়র।

আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ এখনো কম্পিউটার গুতাচ্ছে। আমাকে দেখামাত্র বলল তোর দাওয়াত আছে। আমি বললাম কোথায়। সাজিদ বলল বিপ্লবদা দেখা করতে বলেছেন। আমার সাথে উনার কোনো লেনদেন নাই। আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কিছুই বুঝলাম না।

সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি ? তোকে একা না সাথে আমাকেও যেতে বলেছে। এই বলে সাজিদ বিপ্লবদার মেইলটি ওপেন করে দেখালো। মেইলটি ছিল এরকম, সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদার মন সম্পন্ন মুক্তমনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোঁড়ামি আর অন্ধকার থেকে বের হয়ে এসেছিলে। কিন্তু আবার তুমি সেই অন্ধকার বিশ্বাসের দিকে ফিরে যাবে এমন কল্পনাও আমি করিনি। আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে।

আমি খাওয়া-দাওয়া করে দুপুরের নামাজ পড়ে বিপ্লবদার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাটাবন। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল আগে আসরের নামাজ পড়ে আসি এর পরে কথা হবে। 

বিপ্লবদা না করলেন না। আমরাও চলে গেলাম। পার্শ্ববর্তী একটি মসজিদে নামাজ পড়ে আবার ফিরে আসলাম। বিপ্লবদা ইতিমধ্যে কফি তৈরি করে ফেলেছেন। খুবই উন্নত মানের কফি। মুহূর্তের মধ্যেই কফির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল।

Paradoxical Sajid By Arif Azad Index

📕 একজন অবিশ্বাসীর বিশ্বাস
📕 তাকদীর বনাম স্বাধীন ইচ্ছাশক্তি
📕 স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না
📕 শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব
📕 তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যিই কি তাই?
📕 তোমরা মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো
📕 স্রষ্টাকে কে সৃষ্টি করলো
📕 কোরআন কি বলে পানির নিচে সূর্য ডুবে যায়
📕 স্রষ্টা যদি দয়ালু হবেন তা হলে জাহান্নাম কেন
📕 কোরআন মতে পৃথিবী গোলাকার নাকি সমতল
📕 কোরআনে বিজ্ঞান কাকতালীয় নাকি বাস্তবতা

Paradoxical Sajid By Arif Azad PDF Download

  • Book: প্যারাডক্সিক্যাল সাজিদ
  • Writer: আরিফ আজাদ
  • Publisher: গার্ডিয়ান পাবলিকেশন
  • Category: আত্মউন্নয়ন
  • Page: 164
  • Size: 2 MB

Download Now

More PDF
أحدث أقدم