ভাইরে আপুরে - Vaire Apure Shabbir Ahsan PDF Download

ভাইরে আপুরে - Vaire Apure Shabbir Ahsan PDF Download

Vaire Apure PDF
ভালো ছাত্র, জিনিয়াস - ইত্যাদি মনগড়া ভুয়া কথা এখনো যে কেন চালু আছে তা আমি জানি না। আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের সেকেন্ড লাস্ট স্টুডেন্ট ছিলাম। ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় অংকে 12/100, বিজ্ঞানে 17/100, ইংরেজিতে 23/100 পেয়েছিলাম। আমার পরে যে ছেলেটা ছিল সে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারে নাই নইলে আমিই লাস্ট বয় হতাম।

ক্যাডেট কলেজে খারাপ রেজাল্ট করার পর কি যে অপমান তা কেবল ভুক্তভোগী জানে। আমার একার জন্য পুরো হাউজের অভারঅল রেজাল্ট খারাপ হলো। আমাকে সিনিয়ররা অনেক মারল, বন্ধুরা টিটকারি দিল। আর কলেজ কর্তৃপক্ষ বের করে না দিলেও তার চেয়ে বেশি অপমান করল।

আমাকে বিজ্ঞান গ্রুপ না দিয়ে জোর করে মানবিক গ্রুপে দিয়ে দিল। আমার বাবা এইদিকে আমাকে বলেছেন বিজ্ঞান নিয়ে পড়তে। আমার নিজের ইচ্ছা ও তাই। অপমানিত লাঞ্চিত হয়ে অবশেষে শাব্বির গেল ভাইস প্রিন্সিপালের অফিসে। কান্নাকাটি করলাম, হাতে পায়ে ধরলাম। আমাকে সাইন্স দিবেই না। আমি সাইন্স এর যোগ্যই না। অনেক কান্নাকাটির পর মন গলল উনাদের। লিখিত মুচলেকা দিলাম আমাকে সাইন্স দিলে এসএসসি ও এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন পেয়ে দেখাবো।

লিখিত মুচলেকা। আবারো অপমান, টিটকারি। কতদিন যে ছাদে, অন্ধকার রুমে বসে কেঁদেছি। 14 বছর বয়সের এক বাচ্চা ছেলের অপমান সহ্য করার কিই বা ক্ষমতা। পেট যখন দেয়ালে, তখন আয়নার সামনে দাঁড়িয়ে একদিন ঠিক করলাম না আর না। এই অপমানের জবাব দেয়ার সময় আসছে।

শুরু করলাম। সবকিছু ছাড়লাম। আত্মীয় স্বজন, টেলিভিশন, বন্ধু বান্ধব, সবকিছু। খালি বইয়ের পাতায়। কি আছে এর মধ্যে?

1996 সালের এইচএসসি পরীক্ষার ফল বের হলো। ক্লাসের সেকেন্ড লাস্ট বয়, অংকে 12 পাওয়া, অপমানিত হওয়া, সাইন্স না পাওয়া ছেলেটা। পুরো ওয়ার্ল্ডে সম্মিলিত মেধা তালিকা ফাস্ট স্ট্যান্ড করলাম দেড় লক্ষ ছাত্র ছাত্রীর মধ্যে। প্রেসিডেন্ট ডাকলো, টিভি ডাকলো, পত্রিকায় ছবি ছাপলো।

Vaire Apure By Shabbir Ahsan Index

+ ভালো ছাত্র, জিনিয়াস ইত্যাদি Myth
+ ইস, যদি 20 বছর হইতাম
+ জীবন একটা 4×100 রিলে রেস
+ আবার যদি 18 হইতে পারতাম
+ নামকরা পাবলিকে চান্স পান নাই?
+ ইংলিশে লিখবেন কিভাবে?
+ MS Excel কেন শিখবেন?
+ শব্দ নিয়ে খেলা
+ ভর্তি হবার খুঁটিনাটি
+ ন্যাশনালে পড়েন?
+ পরীক্ষা দিবেন কিভাবে?
+ ইউনিভার্সিটি লাইফে কি করবেন?
+ পরীক্ষা সামনে, সময় নাই
+ আমার পাঁচটি দাঁতের মূল্য
+ কি কি শিখি নাই

Vaire Apure By Shabbir Ahsan PDF Download

  • Book: ভাইরে আপুরে বই লেখাপড়া জীবন
  • Writer: শাব্বির আহসান
  • Category: মোটিভেশনাল বই
  • Page: 125
  • Size: 33 MB

Download Now

More PDF
أحدث أقدم